
চাঁদপুর প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার নতুন দ্বিতীয় পৌরসভা নারায়ণপুর পৌরসভার সব কার্যক্রম চলছে অফলাইনে। ওয়ার্ডভিত্তিক জিও কোড না থাকায় গত দেড় বছর ধরে জন্মনিবন্ধন সনদ মিলছে না। এছাড়া ১৪ মাস ধরে বেতন পাচ্ছেন না ছয় জন গ্রাম পুলিশও। এতে মানবেতর জীবন যাপন করছে পরিবারগুলো। আর সুবিধা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।
জানা গেছে, জন্মনিবন্ধন সনদ ছাড়া অন্যান্য নাগরিক সেবা চলছে অফলাইনে। লোকবল না থাকায় পৌর প্রশাসককে একাই সব কাজ করতে হচ্ছে।
নারায়ণপুর বাজারে অবস্থিত এ পৌরসভার কার্যালয়ে (পুরোনো ইউনিয়ন পরিষদ ভবন) সরেজমিনে দেখা গেছে, এলাকার কালিকাপুর গ্রামের জহিরুল হক, সারপার গ্রামের বাবুল হোসেন জানান, তাদের সন্তানদের স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ দিতে বলেছিলেন শিক্ষকরা। ঐ সময়ের আবেদন করা সন্তানের জন্মসনদের জন্য এসেছেন। কিন্তু তারা এ সনদ কবে পাবেন তা জানেন না।
এছাড়া গ্রাম পুলিশ সুকুমার বলেন, আমিসহ ছয় জন গ্রাম পুলিশ ১৪ মাস ধরে বেতন পাচ্ছি না। আমারা পৌরসভায় না ইউনিয়নে আছি তাও জানি না।
নারায়ণপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, ওয়ার্ড বিভক্তির গেজেট না থাকায় পরিসংখ্যান ব্যুরো থেকে দুই ডিজিটের জিও কোড পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। দুই ডিজিটের জিও কোড পেয়ে গেলে জন্মনিবন্ধন সনদ দিতে পারব।