মধ্যরাতে ঘরে আগুন, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অগ্নিকাণ্ডে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ। তিনি বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য।

জানা গেছে, আব্দুল হামিদ তার শয়ন কক্ষে একাই থাকতেন। অনেক আগেই তার স্ত্রী মারা যান। তিনি নিজেও স্ট্রোক করার পর অসুস্থ ছিলেন। শনিবার রাত বারটার দিকে হঠাৎ তার শয়ন কক্ষে আগুণ লেগে যায়। আব্দুল হামিদের চিৎকারে তার ছেলে মাহবুব ও প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুণের ভয়াবহতার কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আব্দুল হামিদের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুর রহমান জানান, অনেক চেষ্টার পরও বড় ভাইকে তিনি বাঁচাতে পারেননি। স্ট্রোকের কারণে তিনি সেভাবে চলাফেরা করতেও পারতেন না। ফলে আগুনে তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় অধিবাসীরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুণ নিয়ন্ত্রণে আনলেও আব্দুল হামিদসহ তিনটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে।

আব্দুল হামিদের ছেলে মাহবুব বলেন, ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ লোকজনের চিৎকারে তারা জেগে ওঠেন কিন্তু শত চেষ্টা করেও তারা বাবাকে বের করতে পারেননি।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।