মরুতে ফুল ফোটানোর আশা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের নারী ক্রিকেটেও সাকিব-তামিমদের মতো একটা প্রজন্ম এসেছে। নিগার সুলতানা-নাহিদা আক্তারদের এই দল ধারাবাহিক হতে পারেনি ঠিক, কিন্তু ভারত-অস্ট্রেলিয়াকে ম্যাচ হারিয়েছে। ঘরের মাঠে টি২০ বিশ্বকাপ দিয়ে যারা সামনে ছুটে চলার টোটকা পেতে পারত। রাজনৈতিক কারণে বাংলাদেশের ওই বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে। মিরপুর ও সিলেটে লাল-সবুজের ভরা গ্যালারিতে, পরিবার-পরিজনের সামনে বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিল নিগারদের। অথচ আজ স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের আসরে প্রবাসী হয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে মেয়েদের। যেখানে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের অচেনা কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ মরুর বুকে জয়ের ফুল ফোটানো।
স্বাগতিক হয়ে ২০১৪ সালে বাংলাদেশের নারী বিশ্বকাপে যাত্রা শুরু। পাঁচ ম্যাচের দুটিতে সেবার জিতেছিল সালমা খাতুন, জাহানারা আলমদের দল। পরের চার বিশ্বকাপে ১৬ ম্যাচ খেলে একটাও জিততে পারেনি বাংলাদেশ। স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ১০ বছরের ওই খরা কাটাতে চান অধিনায়ক নিগার সুলতানা। বিশ্বকাপের বিমান ধরার আগে তিনি জানিয়ে গেছেন, প্রথম ম্যাচ জেতার দিকে মনোযোগ রাখছেন। ‘বি’ গ্রুপের দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার চিন্তা পরে। আসরে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে গড়া ‘এ’ গ্রুপটাও কঠিন।