
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ৮ বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনরে শুনানি হয়।
এর আগে সকাল ১১টার দিকে চার আসামি- শিশুর বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি রোকেয়া বেগম, বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের উপস্থিতিতে অভিযোগ গঠনরে শুনানি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালরে পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিকে জন গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউটরকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে স্পেশাল প্রসিকিউটর অ্যডভাইজর (অ্যাটর্নি জেনারেল মর্যাদার সুবিধাপ্রাপ্ত) আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনরে শুনানিতে তিনিও অংশ নেন।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), বোনরে স্বামী ও ভাইকে দণ্ড বিধির ৫০৬ ধারায় (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (আলামত নষ্ট) অভিযোগ গঠন করা হয়েছে।
শুনানি শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অঅ্যাডভাইজর আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলনে, এই মামলায় ন্যায় বিচারের স্বার্থে বিচারক আসামিদের জানান, তারা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবেন। আইনজীবী নিয়োগ করতে হলে কারাবিধি অনুযায়ী আবেদন করতে হবে। এছাড়া ওই আসামিরা এই ঘটনার দায় স্বীকার করেছেন কি না বিচারক জানতে চাইলে আসামিরা অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেন।