মাদক বেচাকেনার ‘ডার্ক ওয়েব’ নির্মাতাকে নিঃশর্ত ক্ষমা করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট:
মাদক বেচাকেনার জন্য ডার্ক ওয়েব (অবৈধ ওয়েবসাইট) ‘সিল্ক রোড’ নির্মান করেছিলেন রস উইলিয়াম উলব্রিখ্ট। এই অপরাধে তাকে দুইবার যাবজ্জীবনের পাশাপাশি আরও ৪০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন মার্কিন আদালত।
কিন্তু, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর উলব্রিখ্টকে নিঃশর্ত ক্ষমা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার উলব্রিখ্টের সম্পূর্ণ ও নিঃশর্ত ক্ষমার আবেদনপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। এসময় তিনি (ট্রাম্প) উলব্রিখটের মাকে ফোন করে এই খবর জানান।
রস উইলিয়াম উলব্রিখ্ট একজন আমেরিকান স্বাধীনতাবাদী। সিল্ক রোড ওয়েবসাইট তৈরি করার জন্য রস উলব্রিখ্টকে কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ২০১৩ সালে। এই ওয়েবসাইটে ১৮৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের মাদক কেনাবেচা হয়েছে বলে জানা গেছে।
সিল্ক রোডের কার্যক্রমের জন্য সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত হন উলব্রিখ্ট। বিটকয়েন ব্যবহার করে মাদকদ্রব্যের জন্য আর্থিক লেনদেন করতেন তিনি। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছিলেন, সাইটটি মূল্য ছিল প্রায় ২১৩ মিলিয়ন ডলার সমমূল্যের যেখনে ১৫ লাখেরও বেশি লেনদেন করা হয়েছে।
প্রসিকিউটররা আরও বলেন, উলব্রিখ্ট তার উদ্যোগের জন্য হুমকি হতে পারে এমন লোকদের হত্যার জন্য মানুষ ভাড়া করেছিলেন। যদিও কোন উপযুক্ত প্রমান পাওয়া যায়নি এই বিষয়ে।
গত বছরের মে মাসে ট্রাম্প লিবার্টারিয়ান পার্টির জাতীয় কনভেনশনে ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে তার প্রশাসনের প্রথম দিনে উলব্রিখটের সাজা কমিয়ে দেবেন।
নভেম্বরে মার্কিন নির্বাচনের পর, উলব্রিখট ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক্স এর একটি পোস্টে উলব্রিখটে লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি ট্রাম্প তার প্রতিশ্রুতি রাখবেন এবং আমাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন। ১১ বছরের ও বেশি সময় অন্ধকারে থাকার পর অবশেষে আমি আলোর (মুক্তির) পথ দেখতে পাচ্ছি।’
অবশেষে ট্রাম্প তার কথা রাখলেন।