মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব পাচ্ছেন জ্যেষ্ঠ শিক্ষকরা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাজ্জাদ হোসেন:
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব পাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা। শিক্ষকদের এ দায়িত্ব দিতে এরই মধ্যে আবেদন চাওয়া হয়েছে। আগ্রহী শিক্ষকদের ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন অধিদপ্তরে পাঠাতে হবে।
বুধবার (৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে। আবেদন চেয়ে এ চিঠি সব প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত যেসব সিনিয়র শিক্ষক ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের (চলতি দায়িত্ব)’ শূন্যপদে পদায়ন পেতে আগ্রহী, তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পদায়ন পেতে যেসব তথ্য দিতে হবে
১. বিভাগীয়, ফৌজদারি বা দুদকের মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র
২. চাকরি সন্তোষজনক মর্মে প্রত্যয়নপত্র
৩. চাকরি স্থায়ীকরণের কপি।