মানিকগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েককৃত মামলায় নজরুল ইসলাম ও রবিজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাদান করেছেন জেলা ও দায়রা জজ আদালত।রোববার (২৪ নভেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা আসামিদের অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর এলাকার আবুল হোসেনের ছেলে মো. রবিজুল ইসলাম।মামলা সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকায় জাওয়াদ আশরাফ খানের বাসার সামনে থেকে আসামি নজরুল ইসলাম ও রবিজুল ইসলাম ৫০ গ্রাম হেরোইন লেনদেন করেন। এ সময় মাদকদ্রব্যসহ তাতের দুজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এই ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মুহাম্মদ সাইফুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত মামলাটি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে ওই বছরের ১৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ৮(গ) তে আনীত অভিযোগ সন্দেহাতীত ও নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে দুইজন আসামিকে ১০ হাজার করে অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অপর দিকে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ.এফ.এম নুরতাজ আলম বাহার এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন রেজা ফেরদৌস আহাম্মেদ।