মালয়েশিয়ায় উপহাইকমিশনার খাস্তগীরকে ঢাকায় ফেরানো হচ্ছে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে ঢাকায় সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমকে ঢাকায় ফেরানো হচ্ছে।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) শাহ আসিফ রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।কুয়ালালামপুর ও লস এঞ্জেলস্থ কূটনৈতিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পৃথক অফিস আদেশে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর ও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমকে সদর দপ্তর, ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিসিএস ২০তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীরকে বিগত সরকারের সময়ে গত বছরের ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খাস্তগীরের সেই নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করা হয়।
বিদায়ী শেখ হাসিনা সরকারের আমলে ২০২৩ সালে খোরশেদ আলম খাস্তগীরকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ছয় মাস পর্যন্ত তাকে রাষ্ট্রদূত করার বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে সাড়া দেয়নি বাহরাইন। পরে আওয়ামী লীগ সরকার কূটনীতিক খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। এরইমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথ্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।
শেখ হাসিনার পতন হলেও ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারও খাস্তগীরের নিয়োগ বহাল রাখে। তবে বাংলাদেশে জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংহতি জানিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি শিক্ষার্থী সহমর্মিতা জানিয়ে মিছিল ও সমাবেশ করেছিলেন। আর তাদের দমনে উপহাইকমিশনার খাস্তগীরের বিরুদ্ধে অভিযোগ উঠে। যার ফলে পোল্যান্ডে তার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বাতিল করে সরকার।
অন্যদিকে, ২০২১ সালের অক্টোবরে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মেহদী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিসিএস ২১তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা সামিয়া আঞ্জুমকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। সামিয়া আঞ্জুম প্রায় সাড়ে তিন বছর লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।