মাহমুদউল্লাহকে একাদশে না দেখে যা বললেন ওয়াকার-আকরাম

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের একাদশ দেখে অনেকেই অবাক হয়েছেন। সেটা স্বাভাবিকও! সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দলের অন্যতম সেরা পারফর্মার মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে একাদশে নেই তার নাম।

মাহমুদউল্লাহকে একাদশে না দেখে অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের মতে, এমন অভিজ্ঞ একজনকে স্কোয়াডে রাখলে একাদশেও রাখা উচিত। আর একাদশে না খেলালে স্কোয়াডে অন্য কোনো তরুণকে সুযোগ দেওয়া উচিত।

গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-ভারত ম্যাচের পর ‘ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম’ অনুষ্ঠানে খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে আকরাম বলেন, ‘আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ আছে। ৩৯ বছর বয়স, ভালো খেলোয়াড়। যদিও সম্প্রতি তাকে খেলতে দেখিনি। আজ (বৃহস্পতিবার) তাকে খেলানো হয়নি।’

‘আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয়, তাহলে ম্যাচেও খেলানো উচিত। নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয়।’-যোগ করেন তিনি।

আকরামের সঙ্গে সুর মিলিয়ে ওয়াকার বলেন, ‘তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে, সাদা বলের ক্রিকেট তাদেরই খেলা। মাহমুদউল্লাহর বিষয়ে ঠিকই বলেছেন। একাদশে না রাখা হলে বেঞ্চে রাখার দরকাই নাই।’

তবে আকরাম-ইউনিসের ধারণা ছিল ভুল। মাহমুদউল্লাহকে বেঞ্চে বসিয়ে রাখা হয়নি। চোটের কারণে তিনি খেলতে পারেননি। ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে পায়ে টান পড়েছিল তার।