মির্জাপুরে লৌহজং নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে তিনজন মাটি কারবারিকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের জাকির হোসেন শিপন (৩৫) – ৪ লাখ টাকা, তারেকুল ইসলাম (২৬) – ১ লাখ টাকা এবং বাসাইল উপজেলার আরোহা গ্রামের সাত্তার মিয়া (৩৭) – ২ লাখ টাকা।
জানা গেছে, জামুর্কী ইউনিয়নের ঋষিঘাট, গুনটিয়া ও বাদশার কুম এলাকা থেকে রাতের অন্ধকারে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় অভিযুক্তদের।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান জানান, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযান ও জরিমানার এ ঘটনায় স্থানীয়রা নদী ও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।