বিনোদন ডেস্ক:
অ্যাকশন সিনেমায় নতুনত্ব নিয়ে এসেছেন রুশো ভ্রাতৃদ্বয় [জো ও অ্যান্থনি]। নিজেদের নির্মাণের পাশাপাশি একের পর এক প্রকল্পে প্রযোজক বা নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তারা। যার সর্বশেষ উদাহরণ ‘সিটাডেল: ডিয়ানা’। কয়েক মাস আগে অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজটি মুক্তি পেয়েছে। ‘সিটাডেল’ ইউনিভার্সের স্রষ্টা জশ অ্যাপেলবাম। এ প্রকল্পের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রুশো ভ্রাতৃদ্বয়। বছর তিনেক আগে তারা বিভিন্ন ভাষায় ‘সিটাডেল’ ইউনিভার্সের সিরিজ নির্মাণের ঘোষণা দেন। যার প্রথম কিস্তি ‘সিটাডেল’ মুক্তি পায় গত বছরের এপ্রিলে। যেখানে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
গত ১০ অক্টোবর মুক্তি পেয়েছে এ ইউনিভার্সের ইতালীয় সংস্করণ ‘সিটাডেল: ডিয়ানা’। এ সিরিজের অন্যতম প্রধান ডিয়ানা চরিত্রে নজর কেড়েছিলেন ইতালীয় অভিনেত্রী মাতিলদা দ্য অ্যাঞ্জেলিস। অ্যাকশন, আবেগের দৃশ্যগুলোতে তাঁর অভিনয় আলাদা করে প্রশংসা পেয়েছে।
প্রতিটি সিরিজের গল্প আলাদা। তবে মূল সুর একই। সিটাডেল এক কাল্পনিক গুপ্তচর সংস্থা। এ সংস্থার এজেন্টের বিভিন্ন অভিযানের গল্প নিয়ে নির্মিত হয় সিরিজগুলো। এবার আসছে সিরিজটির ভারতীয় সংস্করণ।
‘সিটাডেল: হানি বানি’। এখানে ‘হানি’র ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। আজ অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে এটি।
এ সিরিজটি বানিয়েছেন নির্মাতা জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। এর আগে এ নির্মাতাদ্বয়ের ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে অভিনয় করেছিলেন সামান্থা। সিটাডেল: হানি বানি সিরিজে দক্ষিণী নায়িকাকে আবারও অ্যাকশন করতে দেখা যাবে। বিষয়টি নিয়ে এ দক্ষিণী অভিনেত্রী বলেন, ‘রাজ-ডিকে আমাকে প্রথম অ্যাকশনধর্মী চরিত্রে সুযোগ দিয়েছেন। আমি নিজেই কখনও এভাবে ভাবিনি। আগে সব সময় পাশের বাড়ির মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। রাজ-ডিকে আমার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছেন। নিজেকে আরও বড় পরিসরে অন্বেষণ করার সুযোগ পেয়েছি।
‘সিটাডেল: হানি বানি’ নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘স্পাই সিরিজে আমরা সাধারণত পুরুষদের দাপটই দেখি বেশি। তাদের ঘিরেই ছবির গল্প লেখা হয়। কিন্তু এ সিরিজে নারী-পুরুষ দু’জনকেই সমান সুযোগ দেওয়া হয়েছে।’
এ সিরিজে সামান্থার সহশিল্পী অভিনেতা বরুণ ধাওয়ান। এ অভিনেতা প্রসঙ্গে সামাস্থা বলেন, ‘আমরা যখন অ্যাকশন করতাম, মনে হতো আমরা তখন যেন নাচ করছি। মজা করে বলতাম, অ্যাকশন যেন রোমান্টিক গানের মতো লাগছে। কারণ, আমাদের দু’জনের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া ছিল। এর আগে এ রকম বোঝাপড়া কারও সঙ্গে হয়নি।’ বরুণ ধাওয়ান বলেন, ‘সিরিজে আমাদের প্রায় ১২ মিনিটের ওয়ান-টেক অ্যাকশন সিকুয়েন্স ছিল। আমরা দু’জন, চিত্রগ্রাহক আর সেটের বাকি সবার মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার প্রয়োজন ছিল। না হলে এ ধরনের দৃশ্য করা কঠিন।’ সিরিজটিতে আরও অভিনয় করেছেন কে কে মেনন, সাকিব সেলিম, শিবঙ্কিত পরিহার, সোহম মজুমদার, সিকান্দার খের, সিমরান বাগ্গা, কাশভি মজমুন্ডার, এমা ক্যানিং প্রমুখ।