মুন্সিগঞ্জ-২: কারচুপির অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
অনিয়ম-কারচুপির অভিযোগে মুন্সিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
সোহানা তাহমিনা জানান, নির্বাচনের শুরু থেকে একটি পক্ষ আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। আদালতের রায়ের মাধ্যমে আমার প্রার্থিতা ফিরে আসে। জনগণের ব্যাপক সমর্থন লাভ করি। ভোটের দিন শুরুতে ভালো ছিল। এরপর লৌহজং উপজেলার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দেয়, ভোটকক্ষ বন্ধ করে ব্যাপক হারে জালভোট শুরু হয়। আমার কয়েকজন কর্মীকে মারধর করা হয়।
এ বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেও লৌহজংয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো সহযোগিতা করেনি। বিষয়টি তিনি আমলেই নেননি। তাই এমন অনিয়মের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি।
এ বিষয়ে লৌহজং উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, অভিযোগ করার সঙ্গে সঙ্গে বিষয়টি দেখা হয়েছে। যেসব কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার কথা বলেছিল আমি সেখানে গিয়ে তাদের উপস্থিত পেয়েছি। এখন তিনি এসব অভিযোগ কেন করছেন আমি সেটি বুঝতে পারছি না।