মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুরের পাইকপাড়া থেকে এসব গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলিগুলো ৫ আগস্ট জেলার কোনো একটি থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জানান, পাইকপাড়া এলাকায় ওই পুকুরে লুট হওয়া গুলি আছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় থানাধীন দক্ষিণ পাইকপাড়াস্থ আলফাজ উদ্দিনের বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় ভেতর টিনের বাক্স থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের ৫ আগস্ট টংগিবাড়ী অথবা সদর থানা থেকে এসব গুলি লুট হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।