মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন ব্যবসায়ী

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন জাহাঙ্গীর আলম (৬৪) নামে এক ব্যবসায়ী। আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজখুন্তি গ্রামের বাসিন্দা। তিনি বৌলাই মিল্লাতগঞ্জ বাজারে মেসার্স জাহাঙ্গীর আলম রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে বৌলাই চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা বা কোনো অভিযোগ করা হবে না বিধায় মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোন অভিযোগ করেনি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করেছেন তারা। এরপরও যদি কেউ অভিযোগ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মোহাম্মদ দাউদ।