মোবাইল ফোন চোরচক্রের ৫ সদস্যকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল ফোনসহ গ্রেফতার পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- জুয়েল মিয়া, আবু তালেব, ইসমাইল হোসেন, হাসান ও পারভেজ হোসেন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) পল্টন থানার আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার।

এর আগে গত বৃহস্পতিবার ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছেন মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলায় একটি মামলা দায়ের করা হয়।