মোহাম্মদপুরে গরু লুটের ঘটনায় ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে ফার্মের ২৮ গরু লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য মোহাম্মদ বাবু ওরফে চায়না বাবুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে লুটের ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। মামলার এজাহার সূত্রের বরাতে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, মামলার বাদী মোহাম্মদপুর থানাধীন একতা হাউজিং এলাকায় একটি গরুর ফার্ম পরিচালনা করে আসছিল। গত বছরের ৬ আগস্ট ১১ জন আসামিসহ অজ্ঞাতনামা আরও ১০/১১ জন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ছুরি, চাপাতি, সামুরাই দ্বারা ভিকটিমের গরুর ফার্মে এসে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে এবং ভিকটিম ও তার সহযোগীদের ফার্মের একটি রুমে মারধর করে আটকে রাখে।

তখন ডাকাত দলের সদস্যরা ফার্মের কয়েকটি কক্ষ ভাঙচুর করে ফার্মের ক্যাশ থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং ফার্ম থেকে ৮৪ লাখ টাকা মূল্যের ২৮টি গরু লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর ঘরে আটক ভিকটিম ও তার সহযোগীরা দরজা ভেঙে বের হয়। ওই ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১১ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন তারা। ওই ঘটনায় র‌্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গত রাতে মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ বাবু ওরফে চায়না বাবুকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।