যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আমিনুল ইসলাম বাবু:
রাজধানীতে ব্যাটারিচালিত বেপরোয়াগতির অটোভ্যানের ধাক্কায় সাফেনা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
নিহতের বাবা নূর নবী নিউজ পোস্টকে জানান, তিনি তার পরিবার নিয়ে থাকেন যাত্রাবাড়ীর কাজলার ছনটেক এলাকায়। গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার পাঁচ বছরের সন্তান সাফেনা বাসার সামনে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় বেপরোয়া গতির ব্যাটারিচালিত একটি অটোভ্যান তার ছেলেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখমি হয়। পরে দ্রæত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্টকে বলেন, নিহতরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।