যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইইউ জোটে হিস্যা বাড়াতে হবে: রেহমান সোবহান

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

সেলিনা আক্তার:

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে চীন–মার্কিন শুল্ক লড়াইয়ের প্রভাব কোথায় গিয়ে শেষ হয় তা এখনও বলা যাচ্ছে না। এ রকম বাস্তবতায় একক প্রধান বাজার যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে। খুঁজতে হবে বিকল্প বাজার। জোটগত প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পণ্যের হিস্যা বাড়ানো যায়। এশিয়ার দেশগুলোতে মনোযোগ বাড়াতে হবে।

ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে এক সংলাপে এসব মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান ড. রেহমান সোবহান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে সিপিডি এ আয়োজন করে। সংলাপে বিষয়ের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সংলাপ পরিচালনা করেন।

বিকল্প বাজার প্রসঙ্গে ড. রেহমান সোবহান বলেন, ইইউর বাজারে আরও কয়েক বছর বাংলাদেশের পণ্য প্রবেশে শুল্কমুক্ত বাজার সুবিধা থাকবে। কানাডা, অস্ট্রেলিয়া ও জাপানের বাজার অনুসন্ধান করতে হবে। এশিয়ার অন্যান্য বাজারেও রপ্তানি বাড়ানো সম্ভব। আগামীতে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের মূল কেন্দ্র হবে এশিয়া। নিজেদের যে প্রতিযোগিতা সক্ষমতা দিয়ে বিকল্প এ সব বাজারে রপ্তানি বাড়ানোর পরামর্শ দেন তিনি।

মূল প্রবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি–রপ্তানি পরিস্থিতি তুলে ধরেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। গত বছর যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক বাবদ ১৮ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। ওই বছর বাংলাদেশের পণ্যের আমদানি শুল্ক বাবদ ১২৭ কোটি ডলার আদায় করে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্যতা আনতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমাতে সমস্যা হচ্ছে। অন্যান্য দেশকেও একই সুবিধা দিতে হবে। এতে বাংলাদেশের মোট শুল্ক লোকসান হবে ১৭ কোটি ডলার অর্থাৎ কেবল শুল্ক কমিয়ে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে না।