যুবলীগ নেতা আকরাম হোসেন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক এমপি হাজি সেলিমের ছেলে এমপি সোলায়মান সেলিমের বন্ধু যুবলীগ নেতা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। আকরাম হোসেনের আরেকটি পরিচয় হলো, তিনি নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মোরশেদ আলমের মেয়ের জামাই।রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে ছাত্র-জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ ঢাকা পোস্টকে বলেন, গতকাল তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠান।

পুলিশ সূত্রে জানা যায়, আকরাম হোসেন ও তার সহযোগীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধে জড়িত। ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিম তাকে কোটি কোটি টাকা দিয়েছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমনের জন্য। তারা তাদের দোকানের প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিককে লাঠি এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে, ধানমন্ডি, সায়েন্সল্যাব, চকবাজার এবং চানখারপুল, ইউনিভার্সিটি এলাকা ছাত্র- জনতার ওপর অতর্কিত হামলা চালায়।

এতে দুজন ছাত্র এবং দুইজন পথচারী নিহত হয়। তারপর কিছুদিন গা-ঢাকা দিয়ে পালিয়ে থাকে। বর্তমানে আবার প্রকাশ্যে এসেছে। তাই ছাত্র-জনতা মিলে তাকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে।