
বিনোদন ডেস্ক:
একসময় গান থেকে দূরে চলে যাওয়ার ঘোষনা দিয়েছিলেন বরেণ্য কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। শ্রোতাদের ভালোবাসা এড়িয়ে চলে যেতে পারেননি তিনি। ফিরে এলেন আবার গানের ভুবনে। পুরোদমে শুরু করেছেন নতুন নতুন গান ও গানের ভিডিও। তবে এখন নতুন গান রেকডিং কমিয়ে এনেছেন। ষ্টেজ শো নিজেই ব্যস্ত আছেন তিনি। এমনটিই সমকালকে জানালেন তিনি। এরই মধ্যে রাজধানীর সোনারগাঁও হোটেল,অফিসার্স ক্লাবসহ বেশ কয়েকটি করর্পোরেট অনুষ্ঠানে গান করেছেন তিনি।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শ্রোতাদের ভালোবাসা উপেক্ষা করা কঠিন। যে কারণে আবার গানে ফিরেছি। এখন ষ্টেজ শো নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে। এ কারণে নতুন গান রেকডিং ও মিউজিক ভিডিওর কাজ কমিয়ে দিয়েছি। ষ্টেজ শোতে সরাসরি দর্শক প্রতিক্রিয়া পাওয়া যায়। বেশ উপভোগ করছি। বেশ কয়েকটি গান তৈরী আছে। ষ্টেজ শোর ব্যস্ততা শেষ হলেই গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে।
এ কন্ঠশিল্পী আরও বলেন,‘আমরা নানা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই অস্থির সময়েরও মানুষ বিনোদন চায়। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এত সমস্যা নিয়ে কেন মানুষ গানের সঙ্গেই আছেন? উত্তরও পেয়ে যাই। আসলে তারা মনের প্রশান্তি পেতে গানে সঙ্গেই থাকতে চান।’
গান কেন্দ্রিক ব্যস্ততার পাশপাশি ‘সন্ধ্যা মায়া’নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও করেছেন ফেরদৌস ওয়াহিদ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। শিগগিরই এর কাজ শুরু হবে। নতুন শিল্পীদেরই বেশি দেখা যাবে তাঁর নির্মিতব্য এ সিনেমায়,এমনটিই জানিয়েছেন এই গুনী শিল্পী।