রং মিশিয়ে মসলা তৈরি: কারখানা মালিকের জরিমানা, এক বছরের জেল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পাইকারি পণ্যের বাজার চাক্তাইয়ে কয়লা, কাঠের গুঁড়া ও ভুষির সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল হলুদ, মরিচ ও মসলা। এ ঘটনায় জড়িত বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাক্তাইয়ের মিয়াখান নগর ব্রিজ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, পুলিশের সহযোগিতায় চাক্তাই মিয়াখান নগর ব্রিজ এলাকায় একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মানবদেহের জন্য ক্ষতিকর রং, কয়লা, কাঠের গুঁড়া এবং অত্যন্ত নিম্নমানের ভুষি মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ করা হয়। মূলত কাঠের গুঁড়া, কয়লা ও ভুষির সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছিল। এসময় জব্দকরা ভেজাল মসলা পাশের খালে ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কারখানার মালিক বাচ্চু মিয়াকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।