রমজান উপলক্ষ্যে বাংলা একাডেমির বই বিক্রির সময়ে পরিবর্তন

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সাজ্জাদ হোসেন :

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলা একাডেমির বই বিক্রয় কেন্দ্রের সময়ে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পুরো রমজান মাসজুড়ে সকাল ৯টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বই বিক্রয় কেন্দ্রের কার্যক্রম চলবে। আবার ঈদের পর থেকে আগের সময় বহাল হবে।

সম্প্রতি বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকারের সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলা একাডেমির বই বিক্রয়কেন্দ্রের বই বিক্রয় কার্যক্রমের সময় কিছুটা কমানো হয়েছে। এখন থেকে সকাল ৯টা থেকে রাত ৮টার পরিবর্তে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিক্রয়কেন্দ্রের বই বিক্রয় কার্যক্রম চলবে।

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আবারও সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়েই বই বিক্রির কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে।