রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শীলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শীলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। তবে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত ৫ জন ব্যক্তিকে শীলার ঘরে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেনি। সোমবার বিকেলে শীলার এক প্রতিবেশী তার কোনো সাড়া শব্দ না পেয়ে কয়েকজনকে খবর দেন। স্থানীয়রা দরজা খুলে দেখতে পান তার গলাকাটা মরদেহ বিছানাতে পড়ে আছে। পরে থানায় খবর দিলে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শীলার বাসায় মাদকের আসর হয়েছে। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মরদেহ ময়নাতদন্তসহ সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।