চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. আল আমিন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। আজ শনিবার (১৫ জুলাই) বিকেলে বিষয়টি নিউজ পোস্ট বিডিকে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার গাবতলি এলাকার মূল সড়কের পাশে স্থানীয় পথচারীরা এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে কেউ চিনতে না পেরে বিষয়টির থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আইনি প্রক্রিয়ায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আজ শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আল আমিন নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তার মাথার পেছনের এক অংশে আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
তিনি বলেন, এটা হত্যা নাকি দুর্ঘটনা বা কখন কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।