রাজধানীতে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ: আহত ৪

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

সাইফুল ইসলাম:
রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে দুই গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এরা হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। এ সময় পুলিশ সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনার সময় আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগ চলাকালে মিছিলের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রæপের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন কর্মী আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা আরও জানায়, পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলে এক গ্রæপের সদস্যরা আরেক গ্রæপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে রূপ নেয়।


মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্টকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী মিছিলে দুই গ্রæপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই তা থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহতরা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। তবে কে কোন গ্রæপের সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই সহিংস ঘটনা এড়াতে নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।