সাইফুল ইসলাম:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট) সকালে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস।
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১১ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এ সময় মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬০ জনকে গ্রেফতার করে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে ৯ হাজার ৩৩৪ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ১১৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় গ্রেফতারকৃতদের আজ দুপুরের দিকে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের এসি নিউটন দাস।