রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় ১৪জন পথচারী আহত হয়েছেন। এর মধ্যে ৬জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আহতদেরকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ পুলিশ ওই প্রাইভেটকার চালককে আটক এবং গাড়িটি জব্দ করেছে।
ওসি জানান, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে রাস্তার পাশে কয়েকজন পথচারী দাঁড়িয়ে ছিলেন।এসময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপরে উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৪ জন পথচারী আহত হন। এদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ ও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।