রাজনীতিতে আসা ভুল ছিল কিনা, জানালেন মাশরাফি

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

ক্রীয়া ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যা নিয়ে হয় বেশ সমালোচনা। ক্রিকেটার হিসেবে ছিলেন তুমুল জনপ্রিয়। বর্তমানে বেশ ভাটা পড়েছে সেই জনপ্রিয়তায়। এমন অবস্থায় নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন মাশরাফি।
বুধবার (১৪ আগস্ট) দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতিতে আসা ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘তখন আমার কাছে মনে হয়নি। বিভিন্ন সময়ের বাস্তবতা আলাদা। এখনো যদি ওই সময়ে ফিরে যাই, একই কথা বলবো। আমি জানতাম, ক্রিকেটার হিসেবে হয়তো সবার কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। রাজনীতিতে নামলে সেটা থাকবে না। কিন্তু ওই চ্যালেঞ্জ আমি নিতে চেয়েছি। মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে চেয়েছি। এই জায়গায় নিজের কাছে পরিষ্কার ছিলাম।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আসার পর আমার বড় বড় কিছু এন্ডোর্সমেন্ট বাতিল হয়েছে। ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে যাব, এজন্য আরও বড় কিছু প্রস্তাব ছিল এন্ডোর্সমেন্টের। রাজনীতিতে আসার পর সেগুলোও সরে গেছে। মাল্টিন্যাশনাল কোম্পানি তারা, রাজনীতির সঙ্গে থাকতে চায় না। ৮-১০ কোটি টাকার চুক্তি বাতিল হয়েছে। আমি ওই টাকা নিয়ে অনায়াসেই পরিবার নিয়ে সুখে থাকতে পারতাম। কিন্তু একার ভালো থাকার কথা না ভেবে নড়াইলের কথা ভেবেছি।’