রাতে মাঠে নামছে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তাতে লা লিগায় পয়েন্ট টেবিলের শীষস্থানে উঠে এসেছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এবার কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ মাঠে নামছেন ইয়ামাল-রাফিনিয়ারা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাধারী দল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩১ বার শিরোপা উঁচিয়ে ধরেছেন কাতালানরা। অন্যদিকে অতীতের পরিসংখ্যানে কোপা দেল রে’তে ডিয়েগো সিমিওনের দলের চেয়ে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ছয় বার মুখোমুখি হয়েছে এই দুল। সেখানে বার্সার পাঁচ জয়ের বিপরীতে একটি জয়ও নেই অ্যাতলেটিকোর। বাকি একটি ম্যাচ ড্র হয়।

তবে এই ম্যাচে কাতালান সমর্থকদের জন্য কিছুটা হলেও হাতাশার কারণ হতে পারে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিন ইয়ামালের ইনজুরি। সবশেষ লাস পালমাসের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান এই স্প্যানিশ তারকা। তার পা থেকে অঝরে রক্ত পড়তে দেখা যায়। অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচের আগে গতকাল অনুশীলন করেননি তিনি। যার কারণে এই ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সেটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।