রাস্তার বখাটেদের ধরতে সাদা পোশাকে নারী সদস্যদের রাস্তায় নামিয়ে ফাঁদ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রাস্তার বখাটেদের ধরতে সাদা পোশাকে নারী সদস্যদের রাস্তায় নামিয়ে ফাঁদ পেতেছে ভারতের মানিকতলা থানা। বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেন তারা।
লালবাজারের এক কর্মকর্তা জানান, আপাতত মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা মেইন রোডে বিকেলের পর থেকেই রাস্তায় নেমে পড়ছে ওই নারী পুলিশ বাহিনী। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ কর্মীরা।
পুলিশ সূত্রের খবর, নারী কর্মীরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা। কোনও ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশকর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন।
এলাকাটির জনবহুল জায়গা থেকে বেশ কয়েক দিন ধরে ইভটিজিংয়ের অভিযোগ আসছিল। তার পরেই মানিকতলা থানার পক্ষ থেকে বিশেষ নারী বাহিনী ‘উইনার্স’ -এর কায়দায় একটি দলকে মোকাবিলায় নামানো হয়। এই দলের সাফল্য দেখে শহরের বাকি থানা এলাকাতেও ওই ধরনের বাহিনীকে নামানোর কথা ভাবছে কলকাতা পুলিশ।