রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালের আগে বার্সেলোনায় দুঃসংবাদ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
গত ম্যাচেই মাংসপেশির অস্বস্তিতে ভুগে মাঠ ছেড়েছিলেন রবার্ট লেভানডফস্কি। তখন থেকেই গুঞ্জন ছিল, হয়ত বড় ধাক্কাই খেতে হচ্ছে পোলিশ এই স্ট্রাইকারকে। সেই শঙ্কাটাই সত্যি হলো। ইনজুরির কারণে অন্তত ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। যে কারণে মিস করতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ফাইনাল। অনিশ্চিত হয়ে পড়েছেন সেমিফাইনালের প্রথম লেগেও।
মৌসুমের এই পর্যায়ে এসে লেভানডফস্কিকে না পাওয়া বলতে গেলে বড় এক ধাক্কা বার্সার জন্য। চলতি মৌসুমে ৪০ গোল করে ফেলেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার। দলও আছে দারুণ ছন্দে। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে কোপা দেল রে’ শিরোপা জয়ের লড়াইয়ে আছে বার্সা। আর এই সময়ে এসে তাদের খেলতে হবে বড় সব ম্যাচ।
কিন্তু ইনজুরিতে থাকায় এই স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৬ এপ্রিল রাতের কোপা দেল রে’র ফাইনালে খেলতে পারছেন না।
বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, লেভানডফস্কি তার বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে ক্লাব থেকে কিছু নিশ্চিত করা হয়নি। বার্সার কোচ হ্যান্সি ফ্লিকও কোনো পরিষ্কার আভাস দেননি লেভানডফস্কিকে নিয়ে। বায়ার্ন মিউনিখের সাবেক এই স্ট্রাইকার অবশ্য এই সময়ে মৌসুমের অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচই মিস করবেন তিনি। কোপা দেল রে ফাইনাল ছাড়াও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে’র এল ক্লাসিকোয় তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১ ও ১১ মে তারিখের সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি। অথচ, অভিজ্ঞ এই স্ট্রাইকারকে চলতি মৌসুমেই ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে বার্সা। চলতি মৌসুমে বার্সা লা লিগায় ৩২ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে তারা। ৭ বছরের বিরতিতে প্রথমবার নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। আছে কোপা দেল রে’র ফাইনালেও।
এছাড়া চলতি মৌসুমে এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতেছে কাতালান জায়ান্টরা।