আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়ার রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) অঞ্চলটির রুশপন্থি এক কর্মকর্তা এ কথা বলেছেন। খবর রয়টার্সের।রুশপন্থি কর্মকর্তা ইয়েভজেনি বালিতস্কি বলেছেন, তকমাক শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে অপর এক স্থানীয় রুশপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রগোভ টেলিগ্রামে বলেছিলেন, গোলাবর্ষণে পাঁচটি বাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে।রুশপন্থি কর্মকর্তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।২০২২ সালে সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেনে দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে জাপোরিজ্জিয়া সেগুলোর একটি। তবে এসব অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি রাশিয়া।