রেলস্টেশনে পড়ে ছিল ৫টি সাউন্ড গ্রেনেড

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে পাঁচটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে এই গ্রেনেডগুলো কারা রেখে গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা ও রেলওয়ে পুলিশ গ্রেনেডগুলো উদ্ধার করে।

তেজগাঁ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন জানান, তেজগাঁও রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে পাঁচটি সাউন্ড গ্রেনেড পড়ে ছিল। পরে সেখানকার কর্তৃপক্ষ পুলিশকে ফোন দেয়। খবরটি পেয়ে ঘটনাস্থলে ডিবি, রেলওয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, কে বা কারা এই সাউন্ড গ্রেনেডগুলো স্টেশনে রেখে গেছে তা জানা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং বিচার-বিশ্লেষণ করে তদন্ত করছি।