র‌্যাবের কব্জায় সাজাপ্রাপ্ত আসামি টুকু

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে জীবন-যাপন করছিলেন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলতাফ ওরফে টুকু আলী শেখ (৭০)। দীর্ঘ ২৩ বছর পর অবশেষে র‌্যাবের কব্জায় ধরা পড়েছেন তিনি। আজ রোববার (১১ জুন) নিউজ পোস্ট বিডিকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলতাফ ওরফে টুকু আলী শেখকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন।
র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপায় থানায় ২০০১ সালে একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। সবশেষ মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২৩ সালের মে মাসে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।