লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্তাকারী রিংকু

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

পহেলা মার্চ ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মূল অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন— লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।

গত ১ মার্চ রাজধানীর লালমাটিয়ায় এনএইচএ টাওয়ারের কাছে দুই তরুণী হামলার শিকার হন। লালমাটিয়ার ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে, ঘটনার প্রতিবাদও হয়েছে। ঘটনাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে মানুষের ক্ষোভ, সমালোচনা আরও বেড়ে যায়।

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে একদল বিক্ষোভকারী স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে ‘মব অপরাধ’ উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবিও ওঠে।