লোহাগড়ায় বিজিবি সদস্যসহ ৩ জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় সালিশ করতে গিয়ে বিজিবি সদস্যসহ বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার কামঠানা রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সঙ্গে ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় পর্যায়ে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সী চাচা হাফিজার মুন্সীকে পাওনা আড়াই লাখ টাকা রোববার সন্ধ্যায় দেওয়ার কথা। জলিল মুন্সী উক্ত টাকা না দিয়ে উল্টো হাফিজার মুন্সীর লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে জলিলের ছেলে নয়ন মুন্সী এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ করেন হাফিজার মুন্সী ও স্থানীয়রা।
এতে হাফিজার মুন্সীর পক্ষীয় চরকরর্ফা গ্রামের মিজান শিকদারের ছেলে সাতক্ষীরায় কর্মরত বিজিবি সদস্য সোহাগ সিকদার, লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন সিকদার ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিচুর সিকদার লিয়ন গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজিবি সদস্য সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ওই এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। আহতরা প্রকৃতপক্ষে গুলিবিদ্ধ হয়েছে কিনা তা চিকিৎসকের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।