শরীয়তপুরে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

শরীয়তপুর প্রতিনিধি:

ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনের সড়কে রোববার (৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

রোহান শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই রাকায়েত ইমাম রাজিন।

নিহত রোহান শেখ শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া গ্রামের জাহিদ শেখের ছেলে। রোহান স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত রোহান শেখকে স্থানীয় লোকজন উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান রোহান শেখ।

বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে শুনেছি। তবে মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।