
ক্রীড়া ডেস্ক:
সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর সকাল ১১টায় খেলা শুরু হয়। দিনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে হতাশ করেছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের দ্বিতীয় বলেই বাজে শুরুর ইঙ্গিত দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের করা ৬০ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই ফাইন লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। বলটি করেছিলেন ব্লেসিং মুজারাবানি, ক্যাচ নেন ভিক্টর নুয়াইসি।
এরপর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আরও একটি ধাক্কার জন্য। ইনিংসের পরের অংশে ব্যাট হাতে মাঠে নামা মেহেদী হাসান মিরাজও ফিরে যান দ্রুতই। ১৫ বলে ১১ রান করে মুজারাবানির বলে বোল্ড হন তিনি। একই সঙ্গে জিম্বাবুয়ের এই পেসার পূর্ণ করেন নিজের তৃতীয় টেস্ট ফাইফার।
চাপে পড়া বাংলাদেশ এরপর হারায় তাইজুল ইসলামকে। মাত্র তিন বল খেলে এক রান করার পর তাকেও প্যাভিলিয়নে পাঠান মুজারাবানি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২১৩ রান। উইকেটে আছেন জাকের আলী অনিক ২৮ রানে এবং হাসান মাহমুদ ০ রানে অপরাজিত। বর্তমানে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৩১ রানে।
একপর্যায়ে ম্যাচে শক্ত অবস্থানে থাকলেও দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে আবারও চাপের মুখে পড়েছে বাংলাদেশ।