শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুয়াইরিয়া

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

সাজ্জাদ হোসেন 

ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জুয়াইরিয়া ফেরদৌস এবং রানার্স-আপ হয়েছেন ইতিহাস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন।
সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। যেসব শিক্ষার্থী ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে তারা লেখাপড়ায়ও ভালো করে। বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দক্ষতা অর্জনের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।