শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে মিললো কোটি টাকার সোনা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে প্রায় ১ কোটি টাকার সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই বারগুলো উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরের দিকে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান।
তিনি নিউজ পোস্টকে বলেন, কাস্টমস গোয়েন্দা এবং এনএসআইয়ের কাছে গোপন তথ্য ছিল যে, আজ শুক্রবার সোনার একটি চালান আসছে। গোয়েন্দা নজরদারির মধ্যে সকাল ৯টা ১৯ মিনিটে শারজাহ থেকে এয়ার আরাবিয়্যার একটি ফ্লাইট আসে। যাত্রীরা বের হয়ে যাওয়ার পর ব্যাগেজ কনভেয়র বেল্টের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটে ১৪টি সোনার বার ছিল। বারগুলোর ওজন এক কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধার হওয়া এসব সোনার বার চট্টগ্রাম কাস্টমসে জমা দেওয়া হয়েছে।