শাহজাদপুরে বাসে আগুন, মগবাজারে পেট্রোলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

সাইফুল ইসলাম:
বিএনপি-জামায়াত ও এলডিপিসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বাড্ডার শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অপরদিকে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোলসহ স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- এবাদুল ব্যাপারী (৩৭) ও সবুজ মিয়া (২৭)। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিউজ পোস্টকে বলেন, আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৮ মিনিটের বাড্ডার শাহজাদপুর এলাকায় ঢাকা ফার্মার সামনের রাস্তায় রাইদা পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বাসের ভেতরের আসন পুড়ে গেছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এদিকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।


বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক নিউজ পোস্টকে বলেন, মগবাজার এলাকায় গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড়সহ বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দলের শীর্ষ নেতাদের নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে বোতলভর্তি পেট্রোলসহ আগুন লাগানোর অন্যান্য সরঞ্জামাদি নিয়ে ওঁৎ পেতে থাকে। ঘটনার একপর্যায়ে একটি গাড়িতে আগুন লাগানোর মুহুর্তে কর্তব্যরত পুলিশের নজরে এলে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিউজ পোস্টকে বলেন, বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী তৃতীয় দফার দু’দিনের অবরোধ কর্মসূচি চলাকালে গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৪টি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে রাজধানীর জিগাতলা, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি ও শাহজাদপুরে ৬টি স্থানে ৬টি বাসে, গাজীপুরে ৩টি, খাগড়াছড়িতে ১টি, বগুড়ার শিবগঞ্জে ১টি, বরিশালের গৌরনদীতে ১টি, বরগুনায় ১টি ও নোয়াখালীতে ১টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাক পুড়ে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন স্টেশনের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে। এই দফার অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এরই মধ্যে আজ দুপুরের দিকে এক বিবৃতি পাঠিয়ে দুদিন বিরতি দিয়ে আগামী ১২-১৩ নভেম্বর আবারও দেশব্যাপী আরও ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও এলডিপিসহ সমমনা দলগুলো।