শাহজালালে ৩ কোটি ২৯ লাখ টাকার সোনার চালান জব্দ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

সাইফুল ইসলাম :

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩ কোটি ২৯ লাখ টাকা মূল্যের সোনার চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সেই সঙ্গে চোরাচালানে যুক্ত থাকায় যাত্রী হাফিজ হাসানকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।

তিনি জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাসকাট থেকে ঢাকায় আসা ওমান এয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ফ্লাইটের ৩২-এ সিটের যাত্রী হাফিজ হাসানকে তল্লাশি করলে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো সোনার বার উদ্ধার করা হয়। পরে জব্দ করা সোনা গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে ৩২টি সোনার বার পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায় বলে জানানো হয়।

এ ঘটনায় যাত্রী হাফিজ হাসানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।