শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগসহ ৫ দাবি প্রতিবন্ধীদের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিশেষ সুযোগ দেওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘২৬তম প্রতিবন্ধী দিবস-২০২৪’ উপলক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠন আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।তাদের দাবিগুলো হচ্ছে— প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর করে সংবিধানের উল্লিখিত অধিকার নিশ্চিত করা; প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিশেষ সুযোগ দেওয়া; প্রতিবন্ধী ভাতার জন্য বাজেটে প্রকৃত বরাদ্দের পরিমাণ বাড়ানো; প্রতিবন্ধীদের কর্মসংস্থান বাড়াতে সরকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা এবং মেট্রোরেল, বাস, লঞ্চ সব পরিবহনের ভাড়া প্রতিবন্ধীদের জন্য ফ্রি করা।
মানববন্ধনে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম, সভাপতি মো. আলমগীর উপস্থিত ছিলেন।