শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকিতে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. রুবেল (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম করেছেন জানান, শনিবার (১০ জুন) দিনগত রাত একটার দিকে রুবেল মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এর আগে তাজুল ইসলাম লিয়ন (২২) ও হুমায়ুন কবির (৫৪) নামে দুজন মারা গেছেন।
গত শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
নৌ পুলিশ জানায়, ইছাপুরা এলাকার একটি ডগ ইয়ার্ডের মালিকানাধীন এই তেলের ট্যাংকারটি শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করে রাখা হয়েছিলো। রাতে এর কর্মচারীরা ঘুমিয়ে পড়লে হঠাৎ করেই ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে এবং আগুন ছড়িয়ে পড়ায় ইঞ্জিন রুমে থাকা ছয় শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।