শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বান্দরবান জেলা পুলিশ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

বান্দরবান প্রতিনিধিঃ 

সিআইপি ও প্রবাসী সাংবাদিকদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলো বান্দরবান জেলা পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রাজবিলা গ্রামে শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী ও এনআরবি সিআইপি অ্যাসোসয়িশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সাংবাদিক এজাজ মাহমুদ, আন্তর্জাতিক আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী, মোজাম্বিক প্রবাসী সিআইপি দিদারুল ইসলাম মালয়েশিয়া বাংলা প্রেস ক্লাবের সভাপতি আহমাদুল কবির, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মানবিক কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করছে বান্দরবান জেলা পুলিশ।