ক্রীড়া ডেস্ক :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোরবোর্ড জমাতে না পারলেও বল হাতে দারুণ শুরু করে। তবে সেই ধাক্কা সামলে নিতে পেরেছে খুলনা টাইগার্স। শনিবার নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছে এনামুল হক বিজয়ের দল।
নাহিদুল ইসলামের দারুণ বোলিংয়ে চট্টগ্রামকে ১২১ রানে অলআউট করে খুলনা। তারপর লক্ষ্যে নেমে পঞ্চম ওভারে ৩২ রানে ৩ উইকেট হারায় তারা। এভিন লুইস (১২) ও শাই হোপকে (৯) প্যাভিলিয়নে পাঠান আল আমিন হোসেন। মাঝে বিজয়কে (৯) আউট করেন শহীদুল ইসলাম।
এই ধাক্কা সামাল দেন আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। দুজনে মিলে ৪৬ রান যোগ করে স্বস্তি ফেরান। ছয় রানের ব্যবধানে খুলনার দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় চট্টগ্রাম। আফিফ করেন ২৬ রান।
৮৪ রানে ৫ উইকেট হারানোর পর জয়ের ব্যাটে খুলনা সাফল্যের পথে এগোতে থাকে। যদিও জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি জয়, ইনিংস সেরা ৩৯ রান করেন তিনি।
ফাহিম আশরাফ ৮ বলে ৩ চারে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জেতান। ১৮.২ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে খুলনা।