শূন্যপদের পছন্দ নিয়ে এনটিআরসিএ’র নতুন নির্দেশনা
৯৬ হাজার শিক্ষক নিয়োগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। যারা আবেদন করছেন এবং বিষয় পছন্দ করছেন তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নতুন নির্দেশনায় বলা হয়েছে— যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক শূন্যপদ রয়েছে, সেসব পদে আবেদনের সময় একাধিক পদই পছন্দ দিতে হবে।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (উপসচিব) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক শূন্যপদ রয়েছে, সেসব পদে আবেদনের সময় একাধিক পদই পছন্দ দিতে হবে। যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদে পছন্দ দেন, তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো ওই প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না।
উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানে আরবির লেকচারার নামক পদে ২টি শূন্যপদ থাকে, তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে ২টি পদেই পছন্দ দিতে হবে।গত ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের জন্য আবেদন শুরু হয়। যা চলবে আগামী ৯ মে পর্যন্ত। আর প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন ১০ মে রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি ১ হাজার টাকা।
এর আগে গত ৩১ মার্চ বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ৯৬ হাজার ৭৩৬টি শূন্যপদের শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশের স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
এ বিজ্ঞপ্তির আওতায় একজন প্রার্থী এক আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন। আবেদনের নিচে প্রার্থী পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধাভিত্তিক অন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলে যোগ দেবেন কি না― সেটিও জানাতে পারবেন।আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com.bd বা https://ntrca.gov.bd/ ওয়েবঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন।