শ্রীপুরে ওসির ‘ঘুষ চাওয়ার’ অডিওর ফরেনসিক যাচাইয়ের সিদ্ধান্ত, তদন্ত কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডলের কথিত ঘুষ চাওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গাজীপুর জেলা পুলিশ অডিওর ফরেনসিক যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অডিওর ফরেনসিক বিশ্লেষণ করা হবে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘যেহেতু অডিও এসেছে, যার কণ্ঠ বলে দাবি করা হচ্ছে, তাকেও ডাকা হয়েছে। তিনি আমার অফিসে আসবেন। আমরা শুনব, যাচাই করব এবং সুষ্ঠুভাবে ব্যবস্থা নেব। সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।’
তবে তদন্ত কমিটিতে কারা রয়েছেন, সেই তথ্য তদন্তের স্বার্থে প্রকাশ করেননি তিনি।
গত রোববার রাত থেকে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে একটি অডিও। এতে শোনা যায়, শ্রীপুর থানা–সংলগ্ন এক ঝুট ব্যবসায়ীর কাছ থেকে ওসি ঘুষ চাইছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, অডিওতে যার কণ্ঠ রয়েছে বলে বলা হচ্ছে, তিনি শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ‘এ ধরনের কোনো কথা আমি বলিনি। আমার কণ্ঠ এডিট করে ছড়ানো হয়েছে।’
এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী মহলেও ক্ষোভ বিরাজ করছে।