
ডেস্ক রিপোর্ট:
২০১৯ সালের ইস্টার সানডেতে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলগুলোতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৬৭ জনকে ‘হিরোস অব ফেইথ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভ্যাটিকান।
রাজধানী কলম্বোতে তাদের স্মরণে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দেশটির ক্যাথলিক গির্জার শীর্ষ ধর্মীয় নেতা কার্ডিনাল ম্যালকম রঞ্জিত। ওই দিন তিনটি চার্চ ও কয়েকটি বিলাসবহুল হোটেলে হামলা চালানো হয়, যাতে প্রাণ হারান মোট ২৬৯ জন।
এই স্বীকৃতি পাওয়া সবাই চার্চে প্রার্থনারত অবস্থায় নিহত হয়েছিলেন। ২০১৯ সালের সে হামলার পর এক চরমপন্থি মুসলিম গোষ্ঠী দায় স্বীকার করলেও ক্যাথলিক গির্জা ও ভুক্তভোগীরা হামলার পেছনের ষড়যন্ত্রকারীদের সরকার আড়াল করেছে বলে অভিযোগ করে আসছেন। ২০২৪ সালে নতুন সরকার ক্ষমতায় এসে আবারও এ হামলার তদন্ত শুরু করেছে। বিবিসি।