সকালে ১০ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

দুর্দান্ত ব্যাটিং করে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিন শেষ বেলায় ৯ ওভার ব্যাটিং করে মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই আরও ৪ উইকেট পড়েছে বাংলাদেশের।

স্বাগতিকরা ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে। ক্রিজে থাকা মুমিনুল হক ১০ রান করেছেন। তার সঙ্গী তাইজুল ইসলাম।
স্বর্গেও ব্যাটিং অসুখ: চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তা দেখিয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন ভিন্ন উইকেট। দ্বিতীয় দিন শেষ বেলায় সাদমান ইসলাম শূন্য করে ফিরে যান। তিনে নামা জাকির আলী ২ রান করেন। অন্য ওপেনার মাহমুদুল জয় যোগ করেন ১০ রান। নাইট ওয়াচম্যান পেসার হাসান মাহমুদ ৩ রান করে বোল্ড হন। তৃতীয় দিন সকালে অধিনায়ক নাজমুল শান্ত ফিরেছেন ৯ রান করে। অভিজ্ঞ মুশফিক শূন্য করেছেন। মেহেদী মিরাজের ব্যাট থেকে মাত্র ১ রান এসেছে। অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন রানের খাতা খুলতে পারেননি।